হবিগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে একজনকে হত্যা মামলায় একজনকে আমৃত্যু এবং ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার ইউসূফ এক যুগ আগের এ মামলার এ রায় ঘোষণা করেন। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত শফিকুল আলম চৌধুরী শহরের পুরানমুন্সেফী এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার মকা গ্রামে। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- একই গ্রামের শহিদুল আলম আকিক, জাহাঙ্গীর আলম, শেবুল মিয়া, রুবেল মিয়া, শামিম আহমেদ, আব্দুল মুকিত, আলমগীর, শামছুল হোদা ছরফুল, মকছুদ ওরফে ছাও মিয়া, তারা মিয়া, রতিশ দাস, ছায়েদ মিয়া ও নাহিদ মিয়া। এ মামলায় দুজনকে খালাস দেওয়া হয়েছে। এ ছাড়া রায় ঘোষণার আগে তিন জন মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামলার বিবরণে বলা হয়, গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে...