প্রথমবারের মতো নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ছবি তৈরির মডেল উন্মোচন করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের ওপর নির্ভরতা কমিয়ে আনতে কোম্পানিটি ‘এমএআই-ইমেজ-১’ নামের ছবি তৈরির নিজস্ব এআই মডেল উন্মোচন করেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। এক ব্লগ পোস্টে মাইক্রোসফট বলেছে, বিশেষভাবে সক্ষম ও বাস্তবসম্মত বা ফটোরিয়ালিস্টিক ছবি তৈরি করতে পারে এ নতুন মডেলটি। পাশাপাশি মডেলটি ছবিতে প্রাকৃতিক আলো, দৃশ্যপট ও সূক্ষ্ম বিবরণ নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারে। বর্তমানে ‘এলএমঅ্যারেনা’ প্ল্যাটফর্মে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে মডেলটি। কোম্পানিটি বলেছে, ‘খুব শিগগির’ই মডেলটি কোপাইলট ও বিংয়ের ‘ইমেজ ক্রিয়েটর’-এ চালুর পরিকল্পনা করছে মাইক্রোসফট, যাতে আরও বাস্তবধর্মী ও মানসম্পন্ন ছবি তৈরি করতে পারেন ব্যবহারকারীরা। প্রথমবারের এই গ্রীষ্মে ওপেনএআইয়ের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা থেকে কিছুটা সরে এসেছে মাইক্রোসফট। ওই সময় নিজেদের তৈরি ও প্রশিক্ষিত...