রাজধানীর হাইকোর্টের সামনে আজ দেখা গেল এক হৃদয়বিদারক দৃশ্য। ‘মায়ের ডাক’ নামের সংগঠনের উদ্যোগে বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা দাঁড়িয়েছিলেন নীরব মানববন্ধনে। হাতে প্রিয়জনদের ছবি, চোখে অশ্রু, কণ্ঠে কেবল একটাই দাবি, ‘বিচার চাই, আমার স্বামীর খোঁজ চাই।’ ছবি: মাহবুব আলম দুপুরের গরম রোদ উপেক্ষা করে তারা দাঁড়িয়ে ছিলেন ঘণ্টার পর ঘণ্টা। হাইকোর্টের উঁচু দেয়ালের নিচে, দেশের ন্যায়বিচারের প্রতীক সেই প্রাঙ্গণে তাদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। কেউ হাতের ছবি বুকে চেপে ধরেছেন, কেউ আবার চোখের পানি মুছতে মুছতে বলছেন, বছরের পর বছর কেটে গেল, কোনো খোঁজ পাই না। শুধু অপেক্ষা আর প্রতিশ্রুতি শুনি। ‘মায়ের ডাক’ এর আয়োজকরা জানান, গত কয়েক বছরে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ উঠেছে। তাদের দাবি-এসব...