গাইবান্ধার সুন্দরগঞ্জে ছড়িয়ে পড়ছে অ্যানথ্র্যাক্স। পশুবাহিত এ রোগে আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি এ রোগের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ফলে চরম উৎকণ্ঠা নিয়ে দিন কাটছে মানুষের। জানা গেছে, গবাদিপশুর অ্যানথ্র্যাক্স মোকাবিলায় ভ্যাকসিন কার্যক্রম চলছে কিছু এলাকায়। সচেতনতা বাড়াতে চলছে প্রচার প্রচারণা। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ৮০ পয়সার ভ্যাকসিন এখনো ২০ টাকা নেওয়া হচ্ছে। ৯০ শতাংশ গবাদিপশু এখনো ভ্যাকসিনের বাহিরে আছে । এ পর্যন্ত ১৩টি গরু অ্যানথ্র্যাক্সে মারা গেছে। তবে গবাদিপশুর মালিকদের দাবি, মৃত গরুর সংখ্যা শতাধিক। সরকারের হিসাবে আক্রান্তের সংখ্যা ১৮ জন হলেও ৫০ ছাড়িয়েছে দাবি সচেতন মহলের। এদিকে আক্রান্ত ব্যক্তিরা অ্যানথ্র্যাক্সের বিষয়টি এড়িয়ে যাচ্ছেন চিকিৎসকদের কাছে। আবার কোনো কোনো চিকিৎসক এ উপসর্গের রোগীদের চিকিৎসা দিতে গড়িমসি করারও অভিযোগ পাওয়া গেছে।...