ঢাকা: নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে অভিবাসনবিরোধী একটি বিক্ষোভ শেষে সহিংসতায় রূপ নেওয়ার ঘটনায় পুলিশ ২৯ জনকে আটক করেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, রোববার বিকেলে এ ঘটনা ঘটে।প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে আয়োজন করা হয়েছিল। বিক্ষোভকারীরা প্রথমে শহরের মিউজিয়ামপ্লেইনে জড়ো হন এবং সেখান থেকে রাজধানীর কেন্দ্রের দিকে অগ্রসর হতে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এবং পুলিশ হস্তক্ষেপ করে।‘জেগে উঠছে নেদারল্যান্ডস’ নামের সমাবেশটির আয়োজকেরা অংশগ্রহণকারীদেরকে শান্তিপূর্ণভাবে সুনির্দিষ্ট এলাকায় অবস্থান গ্রহণের আহ্বান জানায়৷ অংশগ্রহণকারী সেই নির্দেশ মান্য করেই সমাবেশ চালিয়ে গিয়েছেন বলে জানা গেছে৷কিন্তু বিকেলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়৷ এ সময় আংশগ্রহণকারীদের একটি দল শহরের কেন্দ্রে প্রবেশ করে অভিবাসনবিরোধী স্লোগ দিতে থাকে৷ এসময় তারা পটকা ফোটানোসহ রাষ্ট্রীয় সম্পদের উপরে হামলা চালায়৷ এরপর পুলিশ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা...