১৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৫২ পিএম "তারেক রহমানের ৩১ দফা এ দেশের জনগণের ন্যায্য অধিকারের কথা বলেছে" বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমান প্রদত্ত ৩১ দফাই আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল ভিত্তি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক কাঠামো সংস্কারের মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়। তরুণ প্রজন্ম ও কৃষক ভাইরাই এই পরিবর্তনের মূল চালিকাশক্তি। সোমবার (১৩ অক্টোবর) মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চকমিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা...