তিন দফা দাবি আদায়ে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। দাবি না মানলে বিকেল চারটার পর সচিবালয় অভিমুখে লংমার্চ করবেন বলে জানিয়েছেন তারা। আজ ১৪ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো শিক্ষক ঢাকার শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ ও স্লোগান দিচ্ছেন। তাদের তিনটি দাবি— মূল বেতনের ২০ শতাংশ বা ন্যূনতম ৩ হাজার টাকা বাড়ির ভাতা প্রদান, প্রতি শিক্ষক-কর্মচারীর জন্য ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান এবং উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা। দুপুরে পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম শহীদ মিনারে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। একই সময়ে জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...