রাত পোহালেই বহুল আকাঙ্খিত চাকসু নির্বাচন। যে নির্বাচনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অপেক্ষা ৩৫ বছরের। সবশেষ ১৯৯০ সালে হয়েছিলো চাকসু'র ভোট। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার সকাল ৯টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেলচারটা পর্যন্ত। এরইমধ্যে সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। পাঁচটি অনুষদে হবে ভোটকেন্দ্র। প্রতিটি কেন্দ্রে ১২টি করে মোট ৬০টি ভোটকক্ষ থাকবে। নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে থাকছে ৪ ধাপের নিরাপত্তা ব্যবস্থা। ভোটগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া সরাসরি দেখাবে ক্যাম্পাস জুড়ে স্থাপন করা ১৪টি বড় এলইডি স্ক্রিনে। জালভোট রোধে ভোটার তালিকায় থাকছে শিক্ষার্থীদের ছবি । এদিকে, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানিয়ে...