‘আমরা জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে সৎ লোককে চাই। তাই এলাকার সৎ লোকটিকে যেন মনোনয়ন দেওয়া হয়।’ নির্বাচনে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন বলেছেন, প্রতিটি অপরাধ ও দুর্নীতির সঙ্গে রাজনীতির যোগসূত্র থাকে। শীর্ষ পর্যায়ে দুর্নীতি রেখে সামগ্রীকভাবে দেশকে ভালো করা সম্ভব নয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুদকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র্যাক) সাংবাদিকদের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, রাজনীতির প্রভাব সবচেয়ে বেশি পড়ে প্রতিষ্ঠানে। রাজনীতিবিদরা স্বচ্ছ না হলে দুর্নীতি মুক্ত হওয়া সম্ভব না। তাই আপনারা সাংবাদিকরা এখন থেকেই আওয়াজ তুলতে পারেন যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো দুর্নীতিবাজকে মনোনয়ন না দেওয়া হয়। নির্বাচনে যাতে নমিনেশন বেচাকেনা না হয়। আবদুল মোমেন বলেন, আমরা জাতীয় নির্বাচনে...