চরম ভোগান্তিতে কয়েক লাখ মানুষ ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্ধারিত সময়ে কাজ শেষ না করার অযুহাত ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযুক্তদের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে: সওজ-এর নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারের গাফিলতিতে প্রায় তিন বছরেও শেষ হয়নি টাঙ্গাইলের দেলদুয়ার-লাউহাটি-সাটুরিয়া সড়কের কাজ। এতে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাচ্ছে এই আঞ্চলিক সড়কটিতে চলাচলকারী কয়েক লাখ মানুষ। স্থানীয়দের অভিযোগ, রহস্যজনক কারণে ঠিকাদার কাজ শেষ করছেন না। সড়ক বিভাগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৬ মার্চ টাঙ্গাইল অংশে টাঙ্গাইল- দেলদুয়ার-লাউহাটি-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের মান ও প্রশস্ততায় উন্নীতকরণের আওতায় ২৪.৬৫০ কি.মি. অংশে রিজিড প্রেভমেন্ট ও কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়। এতে টাঙ্গাইল অংশে প্রকল্প ব্যয় ধরা হয় ২৯৪ কোটি ৬০ লক্ষ ৩৩ হাজার টাকা। প্রকল্পের কাজ পায় আইসিসিএল-র্যাব-আরসি ও এনডিই নামের দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত বছরের...