
৪১ বছর বয়সী ফিলিস্তিনি ঔপন্যাসিক বাসিম খন্দাকজি ইসরায়েলি কর্তৃপক্ষের নির্দেশে কারাগার থেকে মুক্তির পর নির্বাসিত হয়ে মিশরে পৌঁছেছেন। প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টারের একটি ভিডিওতে দেখা গেছে, প্যালেস্টিনিয়ান স্কার্ফ পরিহিত খন্দাকজিকে মিশরে স্বাগত জানাচ্ছেন সমর্থকরা। ২০০৪ সালে ২১ বছর বয়সে জঙ্গি কার্যক্রমের অভিযোগে গ্রেফতার হন খন্দাকজি এবং তেলআবিবে এক ভয়াবহ বোমা হামলার জন্য তিনটি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। ২০২৪ সালে, খন্দাকজি তার উপন্যাস ‘A Mask, the Colour of the Sky‘-এর জন্য আন্তর্জাতিক আরবী উপন্যাস পুরস্কার (আইপিএএফ) অর্জন করেন। এটি...