ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি-শাসিত রাজ্যগুলোতে, 'আই লাভ মুহাম্মদ' (আমি মুহাম্মদকে ভালোবাসি) স্লোগান ব্যবহার করায় বহু মুসলিম পুরুষকে গ্রেপ্তার করছে পুলিশ। গ্রেফতারের পাশাপাশি তাদের কয়েকজনের বাড়িঘরও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গত মাস থেকে শুরু হওয়া এই অভিযানে ধর্মীয় অভিব্যক্তিকে 'জনশৃঙ্খলার জন্য হুমকি' হিসেবে দেখছে কর্তৃপক্ষ। মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর) জানিয়েছে, এ পর্যন্ত ২২টি মামলায় ২,৫০০ জনেরও বেশি মুসলিমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আর বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যে অন্তত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান মূলত পোস্টার, টি-শার্ট বা সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসার প্রকাশ 'আই লাভ মুহাম্মদ' লেখার কারণে চালানো হচ্ছে। গত ৪ সেপ্টেম্বর উত্তর প্রদেশের কানপুর শহরে ঈদে মিলাদুন্নবী পালনের সময় 'আই লাভ মুহাম্মদ' লেখা একটি...