ঢাকা:সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তেলের দাম বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেস বিজ্ঞপ্তির বৈধতাও নেই বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীতে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। ‘আপনি ঘোষণা দিয়েছিলেন তেলের দাম বাড়বে না, তারপরও বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে তেলের দাম বাড়ানোর ঘোষণা এলো, এটাকে আপনি কীভাবে দেখছেন’—এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি। এটা আমি স্পষ্ট করে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই। তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে ট্যারিফ কমিশন একটা ফর্মুলা ব্যবহার করে। সেই ফর্মুলার ভিত্তিতে নির্দিষ্ট করা হয় যে তেলের দাম বাড়ানো হবে কি...