ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে পারিবারিক কলহের জেরে রোকেয়া খাতুন ও তার মেয়ে ঝুমুর খাতুনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে গ্রামের কশাইপাড়ায় তাদের মারধর করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রোকেয়ার মা আমেনা খাতুন।আরো পড়ুন:মাদক বিক্রিতে বাধা দেওয়ায় গ্রাম পুলিশকে মারধরের অভিযোগমুন্সীগঞ্জে সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ আহতদের স্বজনরা জানান, পোড়াহাটি গ্রামের নকিব উদ্দিনের ছেলে সিহাবের সঙ্গে তিন বছর আগে ঝুমুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ভাসুর সুজন, শ্বশুর নকিবসহ পরিবারের লোকজন যৌতুকসহ নানা কারণে ঝুমুরকে শারীরিক ও মানসিক নির্যাতন করছিলেন। সোমবার (১৩ অক্টোবর) ঝুমুরকে মারধর করা হয়েছে এমন সংবাদ পান রোকেয়া খাতুন। আজ সকালে তিনি মেয়ের বাড়িয়ে যান। মারধরের কারণ জিজ্ঞেস করলে...