কুমিল্লায় র্যাবের অভিযানে মাদক ও অস্ত্র আইনে দায়েরকৃত ২৫ মামলার আসামি দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা সদর উপজেলার ভাটকেশ্বর গ্রামের মো. রিয়াদ হোসেন (২৯) ও তার সহযোগী মো. মামুন মিয়া (২৯)। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ৩ রাউন্ড গুলি ও মাদক জব্দ করা হয়। সোমবার দিনগত রাতে নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে র্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন। মেজর সাদমান জানান, গোপন সংবাদে ভাটকেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রিয়াদ ও মামুনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে...