যে ফরম্যাটে বাংলাদেশ শক্তিশালী বলে পরিচিত ছিল, সেই ওয়ানডেতে টাইগরাদের অবস্থা এখন লেজেগোবরে। তিন ফরম্যাটের মধ্যে এটাতেই সম্ভবত সবচেয়ে বাজে অবস্থা বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খোয়াতে হয়েছে। আজ শেষ ম্যাচে হারলেই পেতে হবে হোয়াইটওয়াশের লজ্জা। তাহলে, এমন ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ? সাম্প্রতিক কয়েকটা সিরিজ ও টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার বড় জায়গাটা ব্যাটিংয়ে। এ বছর খেলা ৮ ওয়ানডেতে ৭ বারই অল-আউট হয়েছে বাংলাদেশ! পুরো ৫০ ওভার ব্যাটিং করতে যেন ভুলে গেছে মেহেদি মিরাজের দল। ভিসা জটিলতা কাটানো নাঈম শেখ আজ ওপেন করতে পারেন। তাকে জায়গা দিতে বাদ পড়তে পারেন গত দুই ম্যাচে যথাক্রমে ০ আর ১০ রান করা ওপেনার তানজিদ হাসান তামিম। মিডল অর্ডারে আজ বাদ পড়তে পারেন টানা ব্যর্থ হতে থাকা জাকের আলী অনিক।...