উইমেন’স বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন সোবহানা মোস্তারি। সবশেষ তিন ম্যাচেই উইকেট নিয়ে বোলারদের তালিকায় এগিয়েছেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করে আইসিসি। ওয়ানডে ব্যাটারদের মধ্যে ১৫ ধাপ এগিয়ে এখন ৭০তম স্থানে আছেন সোবহানা। আর ১৮ ধাপ উন্নতি করে বোলারদের তালিকায় এখন ২৭ নম্বরে ফাহিমা। ব্যাটারদের র্যাঙ্কিংয়েও অগ্রগতি হয়েছে ফাহিমার। ৭ ধাপ এগিয়ে এখন তিনি ৯২তম স্থানে। এই তালিকায় বাংলাদেশের আর কারো উন্নতি হয়নি। বোলারদের মধ্যে আরেক লেগ স্পিনার রাবেয়া খান ৩ ধাপ এগিয়েছেন। এখন ১৮তম স্থানে আছেন তিনি। ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ফাহিমা ও রাবেয়া দুইজনেরই উন্নতি হয়েছে। ২৩ ধাপ এগিয়ে ২৬ নম্বরে রাবেয়া এবং ১৫ ধাপ এগিয়ে তার পরেই ফাহিমা। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটিতে ইংল্যান্ডের বিপক্ষে...