ঢাকা: আগামী পাঁচ বছরে ভারতে দেড় হাজার কোটি (১৫ বিলিয়ন) ডলার বিনিয়োগ করবে গুগল। মঙ্গলবার প্রতিষ্ঠানটি এই ঘোষণা দিয়েছে।এর অংশ হিসেবে দেশটির দক্ষিণাঞ্চলে একটি বিশাল ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্র স্থাপন করা হবে।নয়াদিল্লি থেকে এএফপি এ খবর জানিয়েছে।গুগল ক্লাউডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থমাস কুরিয়ান নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাইরে আমরা যতগুলো এআই হাব-এ বিনিয়োগ করছি, তার মধ্যে এটিই সবচেয়ে বড়।’কুরিয়ান বলেন, আগামী পাঁচ বছরে অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনমে ‘১ হাজার ৫০০ কোটি ডলার মূলধন বিনিয়োগ’ করে ‘গিগাওয়াট-স্কেলে একটি এআই হাব’ তৈরি করা হবে।কুরিয়ান আরও বলেন, গুগলের পরিকল্পনা হলো, ভবিষ্যতে কেন্দ্রটিকে ‘একাধিক গিগাওয়াটে উন্নীত’ করা।চলতি বছরের শেষে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯০ কোটি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।ব্যবসা ও ব্যক্তিগত পর্যায়ে এর ব্যবহার বাড়তে থাকায় দেশটিতে এআই...