নিজস্ব প্রতিবেদক : আলোচিত ইসলামিক বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান ও তাঁর দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারাহ’র মধ্যকার দাম্পত্য কলহ এখন পুরোপুরি প্রকাশ্যে চলে এসেছে। এবার সরাসরি ছবি ও সিসিটিভি ভিডিও প্রকাশ করে সাবিকুন নাহার তাঁর স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও অসংখ্য নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের বিস্ফোরক অভিযোগ এনেছেন। এক দীর্ঘ ফেসবুক পোস্টে সাবিকুন দাবি করেন, আবু ত্বহার সঙ্গে জারিন জাবিন নামের এক বিমানবালার সম্পর্ক রয়েছে, যার প্রমাণস্বরূপ তিনি প্রতিষ্ঠানিক সিসিটিভি ফুটেজ ও তাদের একান্ত মুহূর্তের ছবি প্রকাশ করেছেন। অভিযোগ অনুযায়ী, শুধু এই একজন নন, বরং ত্বহার একাধিক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে—রংপুর, ঢাকা ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়েও রয়েছে নানা রকম যোগসূত্র। সাবিকুন লিখেছেন, ত্বহা নাকি “নারী সংক্রান্ত সমস্যায় ভোগেন” এবং নিজেই স্বীকার করেছেন “মাহরাম নারীকেও দেখলে প্রবলেম হয়।” অভিযোগ অনুযায়ী,...