আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে। মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার এই দেশটি প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। সোমবার প্রাইয়ায় এসওয়াতিনিকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে তারা। এর মধ্য দিয়ে আইসল্যান্ডের পর বিশ্বকাপে খেলা দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হলো কেপ ভার্দে। ‘ব্লু শার্কস’ নামে পরিচিত কেপ ভার্দে দলটি ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে। এই সাফল্যের পথে তারা পেছনে ফেলেছে আফ্রিকার অন্যতম পরাশক্তি ক্যামেরুনকে, যারা বিশ্বকাপে অংশ নিয়েছে আটবার। সোমবারের ম্যাচে দ্বিতীয়ার্ধে ডেইলন লিভ্রামেন্টো, উইলি সেমেডো ও স্টোপিরা একে একে গোল করে জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে প্রাইয়া শহর পরিণত হয় উৎসবের নগরীতে। কেপ ভার্দের কোচ পেদ্রো ব্রিতো, যিনি ‘বুবিস্তা’ নামে...