সেনাবাহিনীকে সকল ধরনের কলুষিত অবস্থা থেকে মুক্ত দেখতে চান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ মঙ্গলবার দুপুরে এনসিপি নেত্রকোণা জেলার সাংগঠনিক সমন্বয় সভায় এমন মন্তব্য করেন তিনি। সারজিস আলম বলেন, ‘সেনা অফিসারদের ব্যবহার করে খুনি হাসিনা এবং তার সরকার বিগত সময়ে অসংখ্য গুম, খুনসহ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে।’ এনসিপি নেতা বলেন, ‘আয়নাঘরের অসংখ্য নির্মমতা আমরা দেখেছি। একজন অফিসার ১ হাজার ৩০ জন মানুষকে হত্যা করেছে। এই সকল সিরিয়াল কিলারদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের সেনাবাহিনী এই সকল সিরিয়াল কিলারদের দায়ভার বহন করবে না। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে। আমরা চাই সেনাবাহিনী সকল ধরনের কলুষিত অবস্থা থেকে মুক্ত থাকবে।’...