হবিগঞ্জে চাঞ্চল্যকর জামায়াত নেতা মহিবুর রহমান চৌধুরী হত্যা মামলায় প্রধান আসামি শফিকুল আলমকে আমৃত্যু এবং তার আপন ভাইসহ ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের এক যুগ পর মঙ্গলবার দুপুর একটায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার ইউসূফ এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—প্রধান আসামি শফিকুল আলমের ছোট ভাই শহিদুল আলম আকিক, বানিয়াচং উপজেলার মকা গ্রামের জাহাঙ্গীর আলম, শেবুল মিয়া, রুবেল মিয়া, শামিম আহমেদ, আব্দুল মুকিত, আলমগীর, শামছুল, ছরফুল, মকছুদ ওরফে ছাও মিয়া, তারা মিয়া, রতিশ দাস, ছায়েদ মিয়া ও নাহিদ মিয়া। অন্যদিকে, বুলবুল ও জুয়েলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন। মামলার অন্য আসামি আকবর হোসেন, শাহজাহান ও আব্দুল কাইয়ুম রায় ঘোষণার আগেই মারা যাওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি...