ঘটনার পাঁচ দিন পার হলেও ভুক্তভোগী পরিবার এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক কাটতে পারেনি। অভিযুক্ত মোহাম্মদ উল্লাহকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। ভুক্তভোগী দুলাল চন্দ্র বিশ্বাস জানান, গত ১০ অক্টোবর ভোরে নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার মোহাম্মদ উল্লাহ (৪৫) প্রায় ৭০-৮০ জন লোক নিয়ে তাদের বাড়িতে আসে। তারা মুহূর্তের মধ্যেই নারকেল, পেয়ারা, সুপারি, আম ও কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফল ও বনজ গাছ ইলেকট্রিক করাত দিয়ে কেটে ফেলে। এ সময় একটি ঘরও ভেঙে ফেলা হয়। বাধা দিতে গেলে দুলাল চন্দ্র বিশ্বাস ও তার স্ত্রীকে ভয়ভীতি দেখানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়।আরও পড়ুনআরও পড়ুনপেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ম্যাজিস্ট্রেটের গাড়িবহরে হামলা স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে ধোপাখোলা এলাকার আব্দুল মান্নানের বাড়ি ভাঙচুর ও দখলের অভিযোগ...