
সাইমুম সাব্বির শোভন, জামালপুর ||রাইজিংবিডি.কম সুপ্রিম কোর্টের রায় অবমাননা করে জামালপুরের মাদারগঞ্জে একই জমি দুই পক্ষের নামে নামজারির ঘটনা ঘটেছে। আর এর প্রতিবাদ করায় ভুক্তভোগীদের হামলার হুমকি দিয়েছে একটি পক্ষ। এসবের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বালিজুড়ী বাজার এলাকায় ভুক্তভোগীর ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুমন আহাম্মেদ নামে একজন ভুক্তভোগী। এসময় তিনি বলেন, “১৯৬০ সাল থেকে বালিজুড়ী এলাকার ৩৮ শতাংশ জমিতে বসবাস করে আসছে তার পূর্বপুরুষ। সেই জমি ১৯৮৬ সালে মো. ইস্রাফিল শেখের নামে ভূমিহীন হিসেবে রেজিস্ট্রি কবুলিয়ত করে বাংলাদেশ সরকার। কিন্তু সেই জমি নিজেদের বলে দাবি করে ২০০৭ সালে মামলা করে একটি পক্ষ। সেই মামলায় ইস্রাফিল শেখের ওয়ারিশদের পক্ষে রায় দেন নিম্ন আদালত, উচ্চ আদালত...