অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের নাম ও কল রেকর্ড আছে বলে দাবি করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি করেন তিনি।ডা. তাহের বলেন, একটি দলের লোকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল ও পুলিশ প্রশাসনে বসিয়ে নীলনকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে। এতে জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।তিনি বলেন, আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে হুঁশিয়ারি দিতে চাই না। প্রশাসনের বর্তমান অবস্থা ও যেসব ষড়যন্ত্র চালানো হচ্ছে, তা বন্ধ করতে হবে। গুরুত্বপূর্ণ পদে নিরপেক্ষ ও সৎ ব্যক্তিদের নিয়োগ দিন। যদি তা না হয়, তাহলে আমি বলতে পারি কোনো কোনো উপদেষ্টার ষড়যন্ত্রে যুক্তদের নাম আমাদের কাছে আছে; তাদের কল রেকর্ডও রয়েছে।জামায়াত আমিরের সঙ্গে ডেনিশ...