বরিশালের মুলাদীতে অনলাইনে প্রতারণার শিকার হয়ে ৫ লক্ষাধিক টাকা হারিয়েছেন মারুফা নামের এক গৃহবধূ। টাকা ফেরত না পেয়ে তিনি কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছেন স্বজনেরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর চরডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারুফা আক্তার (১৯) নাজিরপুর গ্রামের ইউসুফ সরদারের মেয়ে এবং উত্তর চরডাকাতিয়া গ্রামের জাহিদ হাওলাদারের স্ত্রী। গত ৪ মাসে তিনি নিজের ও তার ভাবীর স্বর্ণ বিক্রি করে অনলাইনে ৫ লক্ষাধিক টাকা দিয়েছেন বলে জানান তার বাবা ইউসুফ সরদার।আরও পড়ুনআরও পড়ুননড়াইলে হিন্দুদের বসতবাড়ি দখল ও গাছ কেটে ফেলার অভিযোগ মারুফার স্বামী জাহিদ হাওলাদার জানান, সোমবার তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন, তারপর থেকে স্ত্রী অনেকটা বিষণ্ন ছিলেন। রাতেও কারও সঙ্গে তেমন কথা বলেননি। কিছু জানতে চেয়েও উত্তর পাওয়া যায়নি। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে...