সাভারে একটি তৈরি পোশাক কারখানায় ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৫ লাখ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত র্যাবের পোশাকসহ নানান সরঞ্জাম জব্দ করা হয়। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি এ তথ্য জানান ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান। এর আগে মঙ্গলবার ভোরে তথ্য-প্রযুক্তির সহায়তায় সাভারের ফুলবাড়িয়া অভিযান চালিয়ে সাতজন ও রাজধানীর কাকরাইল এলাকা থেকে দুজনসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা জেলার চাটমোহর থানার নবীন গ্রামের মো. শহিদুল ইসলাম, শেরপুর জেলার শ্রীবর্দী থানার ধাতুয়া গ্রামের সুমন মিয়া, সিদ্দিকুর রহমান, আফজাল হোসেন, মামুন আহমেদ মিন্টু, মেহেদী হাসান, শামীম আহমেদ সবুজ, শাহাদাত ও ফরহাদ হোসেন।...