বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘নির্বাচনের সুষ্ঠু আয়োজনের জন্য সরকারকে নিরপেক্ষ হতে হবে। প্রশাসনও নিরপেক্ষভাবে কাজ করতে হবে। সিভিল ও পুলিশ প্রশাসনকেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কিন্তু আমরা দেখছি, সেই নিরপেক্ষ প্রশাসনকে আবার দলীয়করণের জন্য একটি মহাষড়যন্ত্র চলছে।’ মঙ্গলবার মৎস্য ভবন এলাকায় মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাহের বলেন, গত পরশু জনপ্রশাসনে একজন সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আগেই সরকারকে জানিয়েছিলাম, এই পদটি নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সাধারণত সিএসপিদের ও বিভাগীয় কমিশনারদের নিয়োগ হয়। এজন্য একজন সৎ ও যোগ্য, নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ দেওয়া উচিত ছিল। জামায়াতের এই নেতা বলেন, সরকারের কিছু উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছিলেন যে এখানে কোনো দলীয় বা অসৎ লোক নিযুক্ত করা হবে না। আপনারা...