গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীরা সেখানে ঘটে যাওয়া অমানুষিক নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। নিয়মিত মারধর, অপমান, ইলেকট্রিক শক, অনাহার, চিকিৎসা না দেওয়া এবং বিবস্ত্র করে রাখার মতো অমানবিক আচরণের শিকার হয়েছেন তারা। ভয়াবহ সেই অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে অনেক বন্দীই কারাগারকে ‘কসাইখানার’ সঙ্গে তুলনা করেছেন। সোমবার ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া হাজারো ফিলিস্তিনি গাজায় পৌঁছানোর পর প্রিয়জনদের ভিড় জমে। মুক্তিপ্রাপ্তদের সকলের চেহারা ছিল মলিন এবং ওজন অস্বাভাবিকভাবে কম। বন্দীদশায় তারা যে অমানুষিক নির্যাতন সহ্য করেছেন, তা তাদের চেহারায় স্পষ্ট। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরা জানান, কারাগারে প্রতিদিন বহুবার তাদের মারধর ও গালাগালি করা হতো। দিনের পর দিন অনাহারে রাখার পর সামান্য পরিমাণ খাবার দেওয়া হতো। অসুস্থ হলেও মিলত না কোনো চিকিৎসা। শারীরিক নির্যাতনের পাশাপাশি চলতো মানসিক...