কুমিল্লা সদর উপজেলা থেকে একাধিক মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও মাদক জব্দ করা হয়। গ্রেপ্তাররা ভারত থেকে অবৈধ পথে অস্ত্র ও মাদক এনে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন বলে দাবি র্যাবের। সোমবার রাতে উপজেলার ভাটকেশ্বর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কুমিল্লা র্যাব-১১ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম। গ্রেপ্তাররা হলেন- ওই গ্রামের জসিমের ছেলে রিয়াদ হোসেন (২৯) এবং একই গ্রামের প্রয়াত মঞ্জিল মিয়ার ছেলে মামুন মিয়া (২৯)। গ্রেপ্তারদের মধ্যে অস্ত্র ও মাদক আইনে রিয়াদের বিরুদ্ধে ১৮টি এবং মামুনের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে মেজর সাদমান ইবনে আলম বলেন, রাতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি ম্যাগাজিন, ৮৫ বোতল স্কাফ...