দুই দশক পর আবারও হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি)। আগামী ২৭ অক্টোবর ঢাকায় নবম জেইসি বৈঠক অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকায় আসছেন পাকিস্তানের অর্থনৈতিক বিষয়কমন্ত্রী আহাদ খান চিমা। আসন্ন বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আর পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আহাদ খান চিমা। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সূত্র জানায়, জেইসি বৈঠকে অংশ নেওয়া ছাড়াও আহাদ খান চিমা ঢাকায় অবস্থানকালে একাধিক বৈঠকে অংশ নেবেন। তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। আরো পড়ুন :চালু হচ্ছে অনলাইন জামিননামা, এক ক্লিকেই কারাগারে পৌঁছাবে আদেশ বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠকটি...