১৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ পিএম পাবনার আটঘরিয়ায় ছেলেকে মোটরসাইকেল কিনে না দেয়ার অভিমানে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে রিয়াদ হোসেন (১৬) নামক এক স্কুল ছাত্র। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে এগারোটার সময় ষাটগাছা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য আব্দুল মমিন। নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের প্রবাসী নজর আলী ছেলে একদন্ত উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রিয়াদ হোসেন তার বাবা মার কাছে মাঝে মধ্যে মোটরসাইকেল দাবি করেন। এ সময় তার বাবা মা মোটরসাইকেল কিনে দিতে অপারগতা প্রকাশ করলে ছেলে রিয়াদের মনে ক্ষোভ সৃষ্টি হয়। এ ঘটনার দিন বাড়ির পাশে প্রতিবেশী একজন মারা গেলে সবাই তাকে দেখতে যায়। এসুযোগে রিয়াদ হোসেন বাড়ির উঠানে গাছের সাথে গলায়...