যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা বরাবরই ব্যয়বহুল। চার বছরের কলেজ শিক্ষার গড় খরচ প্রায় ৩০ হাজার ডলার। তবে সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, তুলনামূলকভাবে স্বল্প খরচে ভালো মানের শিক্ষা পাওয়াও সম্ভব। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি প্রকাশ করেছে সেরা ১০টি স্বল্প ব্যয়বহুল কলেজের তালিকা। এখানে কলেজগুলোর নেট প্রাইস, অর্থসহায়তা, অনুদান ও বৃত্তি পাওয়ার পর শিক্ষার্থীদের প্রকৃত ব্যয় এবং গ্র্যাজুয়েটদের আয়ের ওপর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রভাব বিবেচনা করা হয়েছে। তালিকার শীর্ষস্থানগুলো দখল করেছে নিউইয়র্কের পাবলিক বিশ্ববিদ্যালয় সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক (সিইউএনওয়াই) নেটওয়ার্কের সাতটি কলেজ। আইভি লিগ থেকে স্থান পেয়েছে মাত্র একটি প্রতিষ্ঠান। টানা তৃতীয় বছরের মতো ম্যানহাটানের বারাচ কলেজ তালিকার শীর্ষে রয়েছে। এর নেট প্রাইস মাত্র ২ হাজার ৯৭৮ ডলার। এখানকার শিক্ষার্থীরা গড়ে উচ্চবিদ্যালয় পাস শিক্ষার্থীদের তুলনায় বছরে প্রায় ৪৯ হাজার ৪৯৯ ডলার বেশি আয় করেন।...