ত্রয়োদশ সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি অগ্রগতি এবং বিরাজমান পরিস্থিতিতে দিক নির্দেশনা দিতে এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করতে যাচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ এই বৈঠকের খবর দিয়ে বলেছেন, আগামী ২০ অক্টোবর আইনশৃঙ্খলার সঙ্গে যেসব সংস্থা জড়িত রয়েছে তাদেরকে নির্বাচন কমিশন সচিবালয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। নির্বাচন নিয়ে ইতোমধ্যে অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপে শিক্ষাবিদ, নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি, নারী নেত্রী ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সেরেছে ইসি। এসব বৈঠকে বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ভোটের পরিবেশ ও ইসির শক্ত ভূমিকা নেওয়ার বিষয়টি উঠে এসেছে। ইসি সচিব আখতার আহমেদ বলেন, “আমরা বিভিন্ন অংশীজনদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি। আলোচনা পদ্ধতি চলমান রয়েছে। আমরা আগামী ২০ অক্টোবর আইনশৃঙ্খলার সঙ্গে যে সকল সংস্থা জড়িত রয়েছে তাদেরকে নির্বাচন কমিশন সচিবালয়ে...