পটুয়াখলীসহ সারা দেশে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই সময়ে ইলিশ মাছ কিনে ফেরার পথে নৌ-পুলিশকে দেখে নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন রাসেল খান (৩২) নামের এক যুবক। এ ঘটনার ৬৮ ঘণ্টা পর আজ মঙ্গলবার ওই যুবকের উদ্ধার করা হয়েছে। পটুয়াখালীর বাউফলে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তেঁতুলিয়া নদীর বাতিঘর পয়েন্ট থেকে যুবকের স্বজনরা মরদেহ উদ্ধার করে। এর আগে গত শনিবার সন্ধ্যার দিকে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হন ওই যুবক। নিহত রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন। জানা গেছে, গত শনিবার সন্ধ্যার দিকে ইলিশ মাছ শিকারের নিষেধাজ্ঞা চলাকালে রাসেল খান তিন বন্ধুকে নিয়ে নিষিদ্ধ ইলিশ কিনে ফেরার পথে নৌ-পুলিশের টহলদলের সামনে পড়েন। এসময় দুজন...