গভীর সমুদ্রের মৎস্যসম্পদ আহরণ এবং কৃষিজাত পণ্য বিশেষ করে ফল রপ্তানি খাতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। ইতালির রোমে সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম ও এফএও’র ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আশ্বাস দেন সংস্থাটির মহাপরিচালক ড. কু দোংইউ। বৈঠকে ড. কু বাংলাদেশের কৃষি ও গ্রামীণ উন্নয়ন খাতে ড. ইউনূসের অবদানের প্রশংসা করেন এবং বাংলাদেশকে একটি ‘উল্লেখযোগ্য সাফল্যের দেশ’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, প্রযুক্তিগত সহায়তা, উদ্ভাবনী উদ্যোগ ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে এফএও ভবিষ্যতেও বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাবে। প্রধান উপদেষ্টা ইউনূস বাংলাদেশের জন্য তিনটি খাতে নতুন সহযোগিতার প্রস্তাব দেন গভীর সমুদ্রে মাছ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা বৃদ্ধি, ফল রপ্তানি সম্প্রসারণে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত প্রযুক্তির...