চতুর্থদিন জয়ের জন্য ১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লোকেশ রাহুল ও সাই সুদর্শন যখন ১ উইকেটে ৬৩ রানে দিন শেষ করেন, তখন ফলাফল নিয়ে খুব একটা সন্দেহ ছিল না কারও। আজ পঞ্চম ও শেষ দিনে ভারতের করণীয় ছিল শুধু আনুষ্ঠানিকতা সারার মতোই। হাতে ছিল ৯ উইকেট, প্রয়োজন মাত্র ৫৮ রান। যদিও সে পথটা একেবারে মসৃণ হয়নি। ১১তম ওভারে রোস্টন চেজের বলে স্লিপে শাই হোপের দুর্দান্ত ক্যাচে ফেরেন সুদর্শন, করেন ৩৯ রান। এরপর অধিনায়ক শুভমন গিল দ্রুত রান তুলতে গিয়ে ক্যাচ তুলে আউট হন ১৩ রানে। তবু ওপেনার লোকেশ রাহুল ছিলেন অটল। ৫৮ রানে অপরাজিত থেকে তিনি দলকে ৭ উইকেটের জয় এনে দেন। এর মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২–০ ব্যবধানে জিতে নিল ভারত। টেস্ট অধিনায়ক...