নেত্রকোনা:আগামীর জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি বলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।মঙ্গলবার দুপুরে নেত্রকোনা শহরের বড় বাজার সালথি রেষ্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টির নেত্রকোনা জেলার সমন্বয় সভার আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংএ তিনি এসব কথা বলেন।এ সময় তিনি আরও বলেন, আগামীতে কারা সরকার গঠন করবে এনসিপি সেক্ষেত্রে নির্ণয়কের ভূমিকা থাকবে। এ সময় তিনি বর্তমান সরকারের বিষয় তুলে ধরে বলেন, এই অন্তবর্তী সরকারের অন্যতম ব্যর্থতা হচ্ছে তারা ফ্যাসিস্ট কাঠামোর সাথে সরাসরি সম্পৃক্ত। তাদেরকে উচ্ছেদ করতে পারেনি। তারা অলরেডি পুনর্বাসিত। আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে। সকল রাজনৈতিক দলের দায়িত্ব যে কোন কিছুর বিনিময়ে নেগোসিয়েশনে কোন ফ্যাসিস্ট কাঠামোর সাথে ব্যক্তি বা প্রতিষ্ঠান সুযোগ যাতে না পায় তাহলে আমাদের জুলাই আন্দোলনের সার্থকতা।সারজিস আলম আরও বলেন,...