
দাবি আদায়ে মহম্মদপুরে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। মাগুরা:মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদানসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে মাগুরার মহম্মদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছেন বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরির শিক্ষক-কর্মচারীরা।এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট মহম্মদপুর উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যানার-প্লাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয় উপজেলার সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।উপজেলার সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে কাজী সালিমা হক মহিলা কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশে অংশ নেয়। সমাবেশে সভাপতিত্ব করেন...