১৪ অক্টোবর ২০২৫, ০৩:৪২ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৫ পিএম ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ আওয়ামীলীগের ১নং তারাকান্দা ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম(৫৫)-সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অপর আওয়ামীলীগ নেতা হলেন-একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার(৩৫)। নজরুল ইসলাম সরকার উপজেলার তারাকান্দা ইউনিয়নের তারাকান্দা গ্রামের মৃত সাবের উদ্দিনের পুত্র এবং বাংলাদেশ আওয়ামীলীগ তারাকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকারের সহোদর ভাই এবং আবুল বাশার একই ইউনিয়নের ধলীরকান্দা গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনগত রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বসতবাড়ী থেকে তাদের গ্রেফতার করে থানা পুলিশ। (১৪ অক্টেবর) দুপুরে মামলা রজুর পর তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের এসআই ও সেকেন্ড অফিসার লিটন চন্দ্র পাল বলেন-আসামিদের গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে...