রাজধানীসহ সারাদেশে প্রায়ই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের আয়োজন করছে। আর এসব মিছিলে অংশ নিলেই জনপ্রতি মিলছে ৫ হাজার টাকা। সোমবার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য জানান। তিনি বলেন, আওয়ামী লীগের অনেক টাকা আছে। ওই টাকা খরচ করে তারা আগামী নির্বাচন ভণ্ডুল করতে চায়। ঝটিকা মিছিলে অংশ নিলেই কার্যক্রম নিষিদ্ধ দলের পক্ষ থেকে প্রত্যেককে দেওয়া হচ্ছে ৫ হাজার টাকা। ঝটিকা মিছিলে অংশ নেওয়া গ্রেপ্তার আওয়ামী লীগ নেতারা এসব স্বীকারও করেছে। ডিএমপি কমিশনার বলেন, পুলিশকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। রাত-দিন ২৪ ঘণ্টা রাস্তায় থাকতে হবে। বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে সোমবার (১৩ অক্টোবর) ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ কর্মকর্তাদের ডিএমপি কমিশনার বলেন, আগামী জাতীয় সংসদ...