অধিকাংশ নারীই জীবনের কোনো না কোনো সময়ে স্তনের স্বাস্থ্য নিয়ে শঙ্কায় ভোগেন। অনেকেই ভাবেন স্তনে হালকা ব্যথা বা চাকা মানেই ক্যানসার, আবার কেউ কেউ উপসর্গকে একেবারেই গুরুত্ব দেন না।বাস্তবে স্তন ক্যানসার এমন একটি রোগ, যা নীরবে বিকাশ লাভ করে এবং প্রাথমিক পর্যায়ে ধরা না পড়লে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এটি নারীদের মধ্যেই বেশি দেখা যায়, তবে পুরুষের ক্ষেত্রেও বিরলভাবে ঘটতে পারে। সময়মতো সঠিক পরীক্ষা ও চিকিৎসা নিলে এই রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা সম্ভব। তাই স্তন ক্যানসার নিয়ে ভয় নয়, বরং সচেতনতা ও প্রাথমিক শনাক্তকরণই হতে পারে এর বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা। স্তন ক্যানসার মূলত স্তনের কোষের অস্বাভাবিক বৃদ্ধি বা অস্বাভাবিকভাবে বেড়ে ওঠার কারণে হয়। এই কোষগুলো টিউমারে রূপ নিতে পারে, যা শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ার ঝুঁকি...