খুলনায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সাবেক নেতাকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- সংগঠনটির খুলনা জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান নগরীর বাগমারা এলাকার বাসিন্দা আজমলের ছেলে এবং সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি একই এলাকার মুরাদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে খালিশপুর বাস্তুহারা মোড়ে ওএমএস (খোলা বাজারে চাল বিক্রয়) ডিলারের কাছে চাঁদা দাবি করেন আশিক ও আব্দুল্লাহ। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। খালিশপুর...