গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মুমিন গাজী (২৬) নামে গ্রাম পুলিশের এক সদস্যকে মারধর করার অভিযোগ উঠেছে। মুমিন গাজী বাদী হয়ে কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। মুমিন গাজী উপজেলার হিরণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য। তিনি বর্ষা পাড়া গ্রামের মো. মুজিবর গাজীর ছেলে।আরো পড়ুন:ঝিনাইদহে মা-মেয়েকে মারধর, থানায় অভিযোগমুন্সীগঞ্জে সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ হিরণ ইউনিয়নের মৃত আবুল বাশার মোল্লার ছেলে হৃদয় হক রাব্বি (২৮) প্রায়ই মাদক বিক্রি করতে বর্ষা পাড়া গ্রামের বিভিন্ন জায়গায় যান। কিছুদিন আগে বর্ষা পাড়া গ্রামে রাব্বি মাদক বিক্রি করতে গেলে মুমিন গাজী লোকজন নিয়ে তাকে মাদক বিক্রিতে বাধা দেন। এতে রাব্বি ক্ষিপ্ত হয়ে তার চাচাত ভাই মশিউর রহমান মোল্লাকে সঙ্গে নিয়ে দক্ষিণ হিরণ সেতুর ওপর মুমিন গাজীকে মারধর করেন।...