জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পছন্দের প্রতীক ‘শাপলা’ নির্বাচন কমিশনের (ইসি) তালিকায় না থাকায় তা আর পাচ্ছে না। দলটিকে বিকল্প প্রতীক বেছে নেওয়ার জন্য ইসি ৫০টি অপশন দিয়েছে। এর মধ্যে রয়েছে—বেগুন, লাউ, চিংড়ি, খাট, থালা, বালতি, ফুলের টব, হাঁস, ময়ূর, হরিণ, এমনকি হেলিকপ্টারও। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, “জাতীয় নাগরিক পার্টিকে ‘শাপলা’ প্রতীক দেওয়ার সুযোগ নেই। কমিশন মনে করে, শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই।” তিনি আরও বলেন, “১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে বিকল্প প্রতীক বেছে নিয়ে নির্বাচন কমিশনকে জানাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতীক না বেছে নিলে কমিশন নিজ উদ্যোগে দলটির জন্য প্রতীক নির্ধারণ করবে।” ইসির দেওয়া চিঠি অনুযায়ী, বিকল্প প্রতীকের তালিকায় রয়েছে—আলমারি, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ,...