১৪ অক্টোবর ২০২৫, ০৩:২৩ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৩:২৩ পিএম কক্সবাজারের পেকুয়ায় আর্ত-মানবতার সেবায় শুরু হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন দ্বারা ৩দিন ব্যাপী সাধারণ দুঃস্থ মানুষদের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প চিকিৎসা সেবা। সোমবার (১৩ অক্টোবর) সকাল এগারোটা থেকে উপজেলার মগনামা ইউনিয়নের পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের ব্যবস্থাপনায় ও কমান্ডার সাবমেরিন এর তত্ত্বাবধানে এ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় অঞ্চলসহ দ্বীপ বাসিদের মাঝে চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করার ধারাবাহিকতায় গতকাল ১৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ৩দিন ব্যাপী ডেন্টাল চিকিৎসা সেবা চালু করে। এতে সাধারণ মানুষকে বিনামূল্যে বহুমুখী চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ সামগ্রী প্রদান করে। ক্যাম্পেইনে নৌবাহিনীর একটি টিম সঠিক রোগ নির্ণয় করে বিভিন্ন জনসচেতনতামূলক পরামর্শও দেওয়া হচ্ছে।...