গাজীপুরের কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর) বিকালে উপজেলার বারিষাব ইউনিয়নের গিয়াসপুর বাজার সংলগ্ন ঝমঝম মিনি পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার। অভিযানের সময় ঝমঝম পেট্রোল পাম্পের কাগজপত্র পরীক্ষা করা হলে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরবর্তীতে তেলের মান পরীক্ষায় নিম্নমানের তেল পাওয়া যায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নমুনা সংগ্রহ করে পরবর্তী পরীক্ষার জন্য নিয়ে যান এবং প্রয়োজনীয় মুচলেকা ও নির্দেশনা দেন।আরও পড়ুনআরও পড়ুনছবি-ভিডিও দিয়ে ফের বিস্ফোরক অভিযোগ আবু ত্বহার স্ত্রীর তবে পাম্পের মালিকের ভাই ফারুক তেলের নমুনা নেওয়ায় বাধা দেন এবং জনতাকে উত্তেজিত করেন। তার প্ররোচনায় উপস্থিত কিছু লোক উত্তেজিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িবহরে হামলা...