গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজা সিটির শুজাইয়া এলাকায় হামলা চালিয়ে ৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা। ইসরায়েলি সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নিহত ব্যক্তিরা তাদের সৈন্যদের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ফিলিস্তিনি সূত্র বলছে, ওই এলাকায় বেসামরিক নাগরিকদের চলাচল ছিল। সেখানে ইসরায়েলি বাহিনী কর্তৃক নির্বিচারে গোলাবর্ষণ চালানো হয়। খবর আল জাজিরার এদিকে, গাজার দক্ষিণাঞ্চলীয় এলাকা খান ইউনিসে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও দুই ফিলিস্তিনি আহত হয়েছেন। স্থানীয় চিকিৎসা সেবাদান প্রতিষ্ঠান নাসের মেডিকেল কমপ্লেক্সের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, যারা আহত হয়েছেন তাদের অবস্থা গুরুতর। এর পাশাপাশি, মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সকালে উত্তর গাজার জাবালিয়া এলাকার পূর্বদিকে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা খবরে বলা হয়েছে, এই সংঘর্ষে ফিলিস্তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...