সিরিজ শুরু হতে বাকি আর তিন দিন। অথচ এখনও ব্যাটিং অনুশীলন শুরু করেননি লিটন কুমার দাস। সম্ভাব্য চিত্রও তাই এঁকে ফেলা যায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তার ফেরার সম্ভাবনা কমই। জাতীয় নির্বাচক হাসিবুল হোসেন জানালেন, মাঠে ফিরতে আর কিছু দিন সময় লাগবে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের। এশিয়া কাপে ভারত ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছিলেন লিটন। সেই চোট তাকে ছিটকে দেয় আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ থেকেও। সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরার পর পুনবার্সন প্রক্রিয়ায় আছেন টি-টোয়েন্টি অধিনায়ক, যা চলছে এখনও। চোটের অবস্থা বুঝতে মঙ্গলবার তার এমআরআই করানো হয়েছে বলে খবর পাওয়া গেছে কয়েকটি সূত্র থেকে। লিটনের চোট পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতির সবশেষ খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি। ‘‘লিটনের মাংস পেশীর চোট সেরে গিয়েছে।...