ঢাকা: বর্তমানে সবাই কম-বেশি রেস্টুরেন্টে গিয়ে নানা ধরনের খাবার খেয়ে থাকেন। এর মধ্যে সবার কাছেই চিকেনের পদই বেশি জনপ্রিয়। চিকেন ফ্রাই থেকে শুরু চিকেন পাস্তাসহ চিকেনে শত শত পদ আছে। তবে সবাই তো আর সব পদের স্বাদ নেননি!চিকেনের মজাদার আরেক পদ হলো চিকেন পাই। অনেকেই হয়তো রেস্টুরেন্টে দারুন স্বাদের পদটি খেয়েছেন। চাইলে কিন্তু এটি ঘরেও তৈরি করতে পারবেন। জেনে নিন রেসিপি-উপকরণ১. চিকেন কিমা ২০০ গ্রাম২. পাউরুটির টুকরো ৩টি৩. কাঁচা মরিচ কুঁচি ১ চামচ৪. পার্সলে কুঁচি ৩ চা চামচ৫. কাসুন্দি ২ চা চামচ৬. টমেটো সস ২ চা চামচ৭. চিলি সস ১ চা চামচ৮. ডিম ২টি৯. গ্রেট করা চিজ আধা কাপ১০. রসুন বাটা ১ টেবিল চামচ১১. পেঁয়াজ কুঁচি ১টি১২. দুধ আধা কাপ১৩. মাখন ২ টেবিল চামচ১৪. লবণ স্বাদমতোপদ্ধতিপ্রথমে ফ্রাইপ্যানে মাখন গরম করে...